মাহবুব আলম জয়, (আলোকিত মুন্সীগঞ্জ) : জেলা প্রশাসনের মুন্সীগঞ্জের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট ব্রিগেড’ (SMART Brigade)। এরই ধারাবাহিকতায় টংগিবাড়ী উপজেলার স্মার্ট ব্রিগেডের উদ্বোধন হয়েছে। পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন টংগিবাড়ীর আয়োজনে উপজেলা স্মার্ট ব্রিগেড কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুজাফর রিপন.
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি), ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোফাচ্ছের আহমেদ,আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সহ অন্যরা।
২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা প্রশাসন মুন্সীগঞ্জ এর পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সমন্বয়ে “স্মার্ট ব্রিগেড” গঠন করা হয়।
স্মার্ট ব্রিগেড উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সকলকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেবে। গ্রামের প্রান্তিক পর্যায়ের শ্রমিক, কৃষক ভাইদের Digital Device ( ল্যাপটপ, প্রিন্টার, স্মার্ট ফোন, রাউটার ইত্যাদি) ভীতি দূরীকরণে , মানুষের দৈনন্দিন সমস্যা সমূহের সমাধানের জন্য তথ্য উপাত্ত সরবরাহ করণে কাজ করবে ব্রিগেডের সদস্যগণ।
এছাড়া স্মার্ট ব্রিগেড ফ্রিল্যান্সিং, বেসিক কম্পিউটিং, সাইবার সিকিউরিটি জ্ঞান সম্পর্কে শিশু থেকে বৃদ্ধ সকলকে জানানোর মাধ্যমে স্মার্ট সিটিজেন গঠনে সরাসরি ভূমিকা পালন করবে ।
Be the first to comment on "মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্মার্ট ব্রিগেড গঠণ"