শিরোনাম

টঙ্গীবাড়িতে কথিত চিকিৎসকের চেম্বার সিলগালা

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে  লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি ডায়াগনোষ্টিক সেন্টার এবং কথিত এক চিকিৎসকের চেম্বার সিলগালা করা হয়েছে। এছাড়াও আরেকটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিগাঁও বাজারে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সিলগালা করা ডায়াগনষ্টিক সেন্টারের নাম শীতল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। এবং কথিত চিকিৎসক হেদায়েতুল ইসলাম লাভলুর চেম্বারে অভিযান হয়।

 জেলা সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম বলেন, একটি প্রতিষ্ঠান বন্ধ ও কাগজপত্র হালনাগাদ না থাকায় সিলগালা করা হয়েছে। আরেকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছি সেখানে কিছু কাগজপত্র ঘাটতি থাকায় তাদেরকে সকল কাগজ নিয়ে অফিসে আসতে বলা হয়েছে। এছাড়া একজন নামধারী চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় চেম্বারটি সিলগালা করা হয়েছে।

 

 

 

Be the first to comment on "টঙ্গীবাড়িতে কথিত চিকিৎসকের চেম্বার সিলগালা"

Leave a comment

Your email address will not be published.


*