শিরোনাম

রামপাল ইফতার, দোয়া ও স্ট্রোক বিষক কর্মশালা

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের রামপালের মিল্কীপাড়ায় স্ট্রোক কি জানতে হবে বিষয়ক কর্মশালা,  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সিরাজুল মেডিকেল কলেজ হসপিটালের অধ্যাপক ডা. নাজমুল হাসান রন্টির উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময়  স্ট্রোক কি,লক্ষণ কি ইত্যাদি বিষয়কে কর্মশালা শেষে স্থানীয় ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষার্থীবৃন্দ ইফতার  ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।

 

এতে ডা. নাজমুল হাসান রন্টির সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা নুর হোসাইন নুরানী, পানাম মিল্কিপাড়া মাদরাসায়ে নূরে মদিনার সভাপতি মো: সিদ্দিকুর রহমান মন্ডল,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সমাজ সেবক মো: মাইনউদ্দিন পুস্তি,সো: কুদ্দুস মন্ডল,মো: রিপন শেখ,মনির হোসেন মন্ডল, সাংবাদিক মাহবুব আলম জয় ও শামীম আশরাফ সহ অন্যরা।

 

Be the first to comment on "রামপাল ইফতার, দোয়া ও স্ট্রোক বিষক কর্মশালা"

Leave a comment

Your email address will not be published.


*