শিরোনাম

মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়রপদে আফরিনের জয়লাভ

 

 

 স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে স্বামী ফয়সাল বিপ্লবের (বর্তমানে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য) ছেড়ে আসা মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।।একইসাথে মুন্সীগঞ্জ পৌরসভায় প্রথম নারী মেয়রও তিনি।

জগ প্রতীক নিয়ে চৌধুরী ফাহরিয়া আফরিন পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ও তার প্রতিদ্বন্দ্বী এস এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন ৬১০ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচিত মেয়রের ভোটের ব্যবধান ২১ হাজার ৩৮৪।

 শনিবার মুন্সীগঞ্জ পৌরসভার ২৫ টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৩৯ শতাংশ। ৬১ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে যাননি। ভোটার ছিলো ৫৭ হাজার ৯৬২ জন।

সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

 

এসময় মুন্সীগঞ্জ পৌরসভার   নবনির্বাচিত মেয়র ফাহরিয়া আফরিন নির্বাচিত হয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন,  আমি যেদিন প্রথম নির্বাচন কমিশনে ফরম জমা দিতে গিয়েছিলাম তখন নির্বাচন কর্মকর্তা আমাকে বলেছিলেন আপনার প্রতিদ্বন্দ্বি শক্তিশালী প্রার্থী।  যাইহোক এ শক্তিশালী প্রার্থীকে হারিয়ে দিয়ে আমাদের জয় হয়েছে।  আমি বলবো ভালোবাসার জয় হয়েছে।  এটি অন্যরকম এক অনুভূতি।  আপনারা ভালোবেসে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি মুন্সীগঞ্জ পৌরবাসীর প্রতি

 কৃতজ্ঞতা প্রকাশ করছি।  এসমর তিনি বলেন,  সব বয়সী নারী শিশু থেকে শুরু করে যারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি তাদের সকলের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ।

 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তৎকালীন মেয়র ফয়সাল বিপ্লব। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। সেসময় পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে মেয়র পদে উপ নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী শনিবার (৯ মার্চ) মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Be the first to comment on "মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়রপদে আফরিনের জয়লাভ"

Leave a comment

Your email address will not be published.


*