স্টাফ রিপোর্টার: শ্রীনগর বাড়ৈখালী ইউনিয়নে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নতুন সাধারণ সম্পাদক পদে মো: বিপ্লব হোসেনকে আগামি ৩ বছরের বছরের জন্য নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীনগর উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি অমিত হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধুর জাতীয় যুব পরিষদের সভাপতি এম. মিজান সরদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যারা অনুপ্রাণিত এবং বঙ্গবন্ধুর আদর্শ যারা বুকে ধারণ করে তাদের নিয়ে আমরা কাজ করছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
Be the first to comment on "বাড়ৈখালী ইউনিয়নে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নতুন সম্পাদক বিপ্লব"