আলোকিত মুন্সীগঞ্জ ডেস্কপ্রকাশ
দেশের কওমি মাদরাসা বন্ধ সংক্রান্ত কোনো বক্তব্য দেননি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কওমি মাদরাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে। কওমি মাদরাসা বন্ধ নিয়ে আমার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদরাসা বন্ধের কথা বলিনি। আমরা কওমি মাদরাসা বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। কারণ কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান চায় বলে উল্লেখ করেন তিনি।
Be the first to comment on "কওমি মাদরাসা আছে, ভবিষ্যতেও থাকবে: শিক্ষামন্ত্রী"