শিরোনাম

সিরাজদিখান প্রেসক্লাবের নতুন কমিটি

সিরাজদিখান   প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে।  শনিবার সিরাজদিখান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহণ সমাপ্ত হয়। ২০২৪-২৬ দুই বছর মেয়াদে নির্বাচনে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন, এমদাদুল হক পলাশ ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সাইদুল ইসলাম অপু ও আনোয়ার হোসেন বাদল। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে ভোট যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাথে লড়াই করে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি, গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য সমাজ কল্যান সম্পাদক, মোঃ মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট  ১নং কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ৩নং কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৪নং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ২নং কার্যকরী সদস্য পদে  মনোনয়ন পত্রে প্রার্থীর  স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল হওয়ায় পদটি শুন্য রয়েছে।  উল্লেখ্য, নির্বাচন সম্পন্ন হওয়ার পর সিরাজদিখান প্রেসক্লাবের প্রথম সভায় আলোচনা সাপেক্ষে বা কন্ঠ ভোট অথবা হাত উত্তোলনের মাধ্যমে শুন্য পদে যে কোন একজনকে নির্বাচিত করা হবে। এদিকে সিরাজদিখান প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নির্বাচনে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতিসহ প্রেসক্লাবের নির্বাচিত সকল সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন মাধ্যমে তাদের বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন রাজনৈতিক  ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে সুশীল সমাজের সচেতন মহলের নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীরা বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের মধ্য দিয়ে দেশ জাতী ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা তাদের। অন্যদিকে নির্বাচনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে সকাল থেকে পুলিশ ও আনসার সদস্যরা প্রেসক্লাব আঙিনায় উপস্থিত থেকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সাহায্য সহযোগীতা করেন।

 

Be the first to comment on "সিরাজদিখান প্রেসক্লাবের নতুন কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*