শিরোনাম

হরগঙ্গা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

 

মোঃ মারুফ হোসেন: উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব পালিত হয়েছে। কলেজের সাহিত্য ও সাংস্কৃতি কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে কলেজের জামতলা আজিম উদ্দিন চত্বরে দিনব্যাপী এই উৎসব পালিত হয়।

মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব বসন্ত বরণ ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো: মহিউদ্দিন।এতে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরার সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং এর পরিচালক প্রফেসর সিরাজুল ইসলাম খান, মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারসহ বিভিন্ন মিডিয়া ও প্রিন্টিং এর সাংবাদিকগন এবং উৎসাহী দর্শকবৃন্দ। পিঠা উৎসবে পিঠা খাওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন পিঠা উৎসব কমিটি।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, কলেজ আঙ্গিনায় স্টলগুলো সাজানো হয়েছে প্রায় ১০০ রকমের পিঠা দিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য, নকশিপিঠা, দুধ চিতই, মুগ পাক্কল, পানতুয়া, মাল পোয়া, কমলা পোয়া, পাটি সাপটা, নারিকেল পুলি, ঝুনঝুনি, ফুলঝুরি, জামাই পিঠা, ছই পাক্কল, অনথন, ডিমসুন্দরী, ভাপা, চিতই, দুধ চিতইয়ের সমাহার। গ্রামবাংলার ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে এ আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের বিভিন্ন বিভাগের মোট ১৬ টি স্টল পিঠা উংসবে স্থান পায়।

পিঠা উৎসব উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে কলেজ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের আবৃতি, গান, নৃত্য পিঠা উৎসবে আসা অথিতিদের মুগ্ধ করে।

 

Be the first to comment on "হরগঙ্গা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব"

Leave a comment

Your email address will not be published.


*