মো: মারুফ হোসেন,আলোকিত,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের তিনটি আসনের দুটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে।
বেসরকারী ফলাফলে দেখা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবির ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট।
মুন্সীগঞ্জ -২ আসনে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা পেয়েছেন ১৪ হাজার ১৯৬ ভোট।
মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য মৃণাল কান্তি দাস নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট।
Related
Be the first to comment on "মুন্সীগঞ্জে ২টিতে নৌকা ও ১টিতে কাঁচির জয়"