স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ রামপালে চৌগাড়ার পাড় বন্ধন যুব কল্যান সংঘের নিজস্ব কার্যালায়ে মাসব্যাপী মৎস প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শেখ নাছির উদ্দীন। এতে প্রশিক্ষণ দেন মৎস প্রশিক্ষক মোঃ আওলাদ হোসেন। এতে উপস্থিত ছিলেন বন্ধন যুব কল্যান সংঘের সভাপতি এড. তুতিন খান,সাধারণ সম্পাদক হাসান মিন্টু শেখ, কোষাধ্যক্ষ রাইসুল আরেফিন দিপু, শরীফ খান,আবুল কালাম লাভলু , স্বপন শেখ, বাবু দেওয়ান, খোকন খান, পলাশ শেখ, আনোয়ার হোসেন, মামুন খান,নাছির হোসাইন,মাহাবুবুল হাসান অপূর্ব, মনির শেখ, ইয়ামিন শিকদার, সিরাজুল ইসলাম তানজিল, পারভেজ শেখ, আনাছ শেখ, প্রিন্স শেখ ও কুরবান খান প্রমুখ।
Be the first to comment on "রামপালে মাসব্যাপী মৎস প্রশিক্ষণের শুরু"