নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের মিরকাদিমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের নির্বাচনী জনসভা হয়েছে।
বুধবার রাত ৮ টায় মিরকাদিমের নগরকসবা খেলার মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
এতে মিরকাদিম পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আফসারউদ্দিন ভূইয়া,সাধারণ সম্পাদক মো: কবির মাস্টার, জেলা পরিষদের সদস্য আক্তারুজ্জামান জীবন,জেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মহসিন মাখন, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ,বজ্রযোগীনী ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, মিরকাদিম পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো: নাছিরউদ্দিন, মিরকাদিম পৌসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: লিটন, সাবেক কাউন্সিলর মো: সালাউদ্দিন দেওয়ান, সংগঠক মাসুদ ফকরী খোকন সহ অন্যরা।
এতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দলমত নির্বিশেষে ভোট দিতে আসুন। ৭ জানুয়ারি কাঁচি মার্কায় ভোট দিয়ে বিপ্লবকে নির্বাচিত করুন।আপনাদের সেবা করার সুযোগ দিন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলছেন, আমি ৩’শ আসনে মনোনয়ন প্রত্যাশি যাদেরকে মনোনয়ন দিতে পারিনি তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন। এজন্য নির্বাচনে বিপ্লব প্রার্থী হয়েছে। আাপনাদের কাছে এসেছি।আপনারা কাঁচি মার্কায় ভোট দিয়ে বিপ্লবের পাশে থেকে তাকে জয়যুক্ত করুন।
Be the first to comment on "মিরকাদিমে কাঁচি প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক"