স্টাফ রিপোর্টার: সিরাজদিখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত পদপ্রার্থী দোয়েল আক্তার আম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন। শনিবার দিনব্যাপি সিরাজদিখান উপজেলার চিত্রকোট, শেখরনগর, রাজানগর, কেয়াইন, নিমতলা, কুচিয়ামোড়া বাজার, বড়শিকাপুর ও বরাম বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি আম মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় ন্যাশনাল পিপলস পার্টির নেতৃবৃন্দ সহ দোয়েল আক্তারের কর্মি সমর্থকরা গণসংযোগে অংশ নেয়।
Be the first to comment on "সিরাজদিখানে আম মার্কায় দোয়েলের গণসংযোগ "