শিরোনাম

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ 

মাহবুব আলম জয় : আজ ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ৯ মে হানাদার বাহিনী ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায় গজারিয়া উপজেলার ১০ গ্রামে। সেদিন হানাদারেরা ৩৬০ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে।
একাত্তরের ৯ মাস মুন্সীগঞ্জের বিশাল ক্যানভাস ছিল রক্তমাখা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের ১১ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ।
জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অপারেশনের ফলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে ১১ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী লেজ গুটিয়ে মুন্সীগঞ্জ শহর ছেড়ে পালায়। গা-ঢাকা দেয় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররাও।
৯ মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সিগঞ্জের আকাশে উড়ে বিজয় কেতন। মুক্তি বাহিনী ও জনতার আনন্দ মিছিলে মুখরিত হয় মুন্সীগঞ্জের পথ-প্রান্তর।
মুন্সীগঞ্জ জেলায় প্রথম শক্র মুক্ত হয় টংগিবাড়ী উপজেলা। ১৪ নভেম্বর এ উপেজলা মুক্ত হয়। ১৫ নভেম্বর বিবিসিতে এ সংবাদ প্রচারিত হয়।
এদিকে, দিবসটি পালনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও সাংস্কৃতিক জোট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ "

Leave a comment

Your email address will not be published.


*