স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৩ তম জেলা-১ সম্মেলন ( ২০২৩) হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় আগারগাঁও বাংলাদেশ ফ্লিম আর্কাইভ মিলনায়তনে এ সম্মেলন অনু্ষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
এতে সংগঠনটির জেলা গভর্নর -১ এপে. মো সাইফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. মো. মাহমুদুল হক সাবু, এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে.এনামুল হক মিলন,
এপেক্স বাংলাদেশের পিডিজি-১ এপে. সুজিত কুমার সাহা, এপেক্স বাংলাদেশের জাতীয় সাবেক সভাপতি এপে. ইলিয়াস জসিম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
আলোকিত মুন্সীগঞ্জ / এমএজে
Be the first to comment on "এপেক্স বাংলাদেশের ৪৩ তম জেলা সম্মেলন অনু্ষ্ঠিত"