আলোকিত মুন্সীগঞ্জ ডেস্ক রিপোর্ট: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাস আগামী নির্বাচনে কোন প্রার্থীকেই চ্যালেঞ্জ মনে করেন না বলে জানিয়েছেন।
তিনি বলেন মুন্সীগঞ্জ ৩ আসনে কোন প্রার্থী আমার জন্য চ্যালেঞ্জ নয়, কারণ মুন্সীগঞ্জের সাধারণ মানুষের মনের মনিকোঠায় আমার জন্য ভালোবাসা রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
এসময় মৃণাল কান্তি দাস বলেন, আমি গত ১০ বছরে মুন্সীগঞ্জের ব্যাপক উন্নয়ন সাধন করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট সহ মাদ্রাসা মসজিদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় উন্নয়ন করেছি। সাধারণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনি আরো বলেন, আমি আমার ছায়াতলে কোন চাদাবাজ, গুন্ডা, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী লালন করিনাই। আমি অপরাধের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিয়েছি। সাধারণ মানুষের শান্তি নিশ্চিতে কাজ করেছি।
মৃণাল কান্তি দাস আরো বলেন, ৩ হাজার নেতা সারাদেশে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছে, আমার আসনেও একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলো, আওয়ামী লীগ থেকে আমাকে মনোনীত করেছেন। আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে কাজ করবেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জ ৩ আসনে কোন প্রার্থীকেই চ্যালেঞ্জ মনে করিনা: মৃণাল কান্তি দাস"