শিরোনাম

মুন্সীগঞ্জে ৩ আসনে তৃণমূল আ.লীগের নেতাকর্মিদের চাপে প্রার্থী হয়েছি। ফয়সাল বিপ্লব

আলোকিত মুন্সীগঞ্জ ডেস্ক:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে জয়ের শতভাগ আশা নিয়ে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ফয়সাল বিপ্লব।

 বৃহস্পতিবার বেলা ১২ টায় মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

এসময় মুন্সীগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব জানান, আমি আওয়ামী লীগ এর লোক। মুন্সীগঞ্জের তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। তৃনমুল আওয়ামী লীগে আমার জনপ্রিয়তা ব্যাপক, সাধারণ মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়।

ফয়সাল বিপ্লব আরো বলেন, আমরা আওয়ামী লীগ ভাই-ভাই। নির্বাচন হবে প্রতিযোগিতার। আমাদের ঘর এক। জনগণ যাকে ভোট দিবে, তিনিই নির্বাচিত হবেন।

জয়ের ব্যাপারে ফয়সাল বিপ্লব বলেন, জয় পরাজয় আল্লাহর হাতে। আমি ভবিষ্যত বানী করবো না। কিন্তু জয়ের শতভাগ আশা থাকায়-ই আমি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছি। আশাকরি প্রশাসন সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করবেন।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় ফয়সাল বিপ্লবের সাথে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা সহ অন্যান্য আওয়ামী নেতা ও জনপ্রতিনিধিরা।

মুন্সীগঞ্জ জেলার নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা আবুজাফর রিপন ফয়সাল বিপ্লবের মনোনয়ন পত্র গ্রহন করেন।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ৩ আসনে তৃণমূল আ.লীগের নেতাকর্মিদের চাপে প্রার্থী হয়েছি। ফয়সাল বিপ্লব"

Leave a comment

Your email address will not be published.


*