স্টাফ রিপোর্টারঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেছেন।
এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।
মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ-২ আসনে অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সীগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস দলীয় মনোনয়ন পেয়েছেন। হয়েছেন নৌকার মাঝি
Be the first to comment on "মুন্সীগঞ্জের ৩ টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা"