শিরোনাম

অস্ট্রিয়া আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

 

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ সমাবেশ করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হেলওয়াগ স্ট্রিটে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে  রবিবার সন্ধ্যায় এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের পুনঃনির্বাচিত সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন অস্ট্র্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, অস্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্র্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক নয়ন হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবুল, রতন সাহা, মনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম জসিম, আবদুর রব, ইমরুল কায়েস, মাহাবুব খান শামীম, এবিএম মাইনুদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থাকল। পাশাপাশি নির্বাচনবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো। ’

তিনি বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে। আপ্যায়নের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

 

 

Be the first to comment on "অস্ট্রিয়া আওয়ামী লীগের আনন্দ সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*