স্টাফ রিপোর্টার : জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন মো. ফারুখ আহাম্মেদ। শনিবার (১১ নভেম্বর’২৩) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে মোট ২৪০ কর্মকর্তাকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। মো. ফারুখ আহাম্মেদ ২৯তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। মাদারীপুরের এই কৃতি সন্তান এর আগে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মুন্সীগঞ্জ,নরসিংদী জেলা সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।
Be the first to comment on "উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ফারুখ আহাম্মেদ"