শিরোনাম

মুন্সীগঞ্জে কারাতে ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:,আলোকিত মুন্সীগঞ্জ।।  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী  ২০২৩ – ২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস,  মুন্সীগঞ্জ এর আয়োজনে-  “বালক ও বালিকাদের কারাতে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকাল   ৩টায় মুন্সীগঞ্জ ইনডোর  স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন  জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।জেলা পরিষদ, মুন্সীগঞ্জ,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  রিফাত ফেরদৌস।এতে জেলা ক্রীড়া অফিসার   খাদিজা পারভীনের সভাপতিত্বে অন্যদের মাঝে  উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিদর্শক  মো: মোস্তফা মোহসীন, চিত্রনায়ক আলেকজান্ডার বো, ক্রিড়া সংগঠক আয়নাল হক স্বপন,  মোক্তার হোসেন, জনাব লিটন মিয়া সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে অংশগ্রহনকারী সকল স্কুলের মাঝে জেলা ক্রীড়া অফিস, মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

এতে  কারাতে প্রতিযোগিতায় জেলার আলেকজান্ডার কারাতে দো কিউকাই একাডেমীর ৫০ জন প্রতিযোগী মোট ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে ৪৫ জনকে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক প্রদান করা হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকারা অংশগ্রহণ করে। বালক এককে চ্যাম্পিয়ন হয় রামপাল স্কুলের মাশরাফি, রানারআপ হয় বালিগাঁও স্কুলের ইয়াসিন।বালিকা এককে চ্যাম্পিয়ন হয় ইছাপুরা স্কুলের নিঝুম। রানারআপ হয় – ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল  স্কুল এন্ড কলেজের গুনগুন। বালক দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় – রামপাল স্কুলের মাশরাফি ও জিহাদ জুটি। রানারআপ হয়- বালিগাঁও স্কুলের ইয়াসিন ও রোকন জুটি।বালিকা দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় – বালিগাঁও স্কুলের সিমলা ও রিয়া জুটি। রানারআপ হয় ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল  স্কুল এন্ড কলেজের গুনগুন ও ফারিহা জুটি।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে কারাতে ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুস্কার বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*