আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: গজারিয়ায় জেলার বিভিন্ন মাদ্রাসার কুরআনের পাখিদের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গজারিয়া উপজেলার আনারপুরা জামিআ ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আমির হযরত মাওলনা আব্দুল হামিদ মধুপুর পীর ।
বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় জেলার মাদ্রাসার ৬’শ কুরআনের হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেছে আয়েজক কমিটি।
এতে কোরআন পারা ভিত্তিক এই প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ , সিগারুল হুফফাজ পারা এই পাঁচটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।
সকাল ৮ টা থেকে তিনটি পর্বে প্রতিযোগিতা শুরু হয়। প্রথম পর্বে বিচারকগণ পবিত্র কুরআনের যে কোন পারা থেকে তেলোয়াত করতে বললে তাৎক্ষণিক হাফেজ গণ তেলোয়াত শুরু করেন। বিচারকদের দেয়া নাম্বারের উপর হাফেজগণ দ্বিতীয় পর্বে উত্তির্ন হয়। দ্বিতীয় প্রর্বে থেকে তৃতীয় ও ফাইনাল পর্বে উত্তীর্ন হয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
উস্তাদুল হুফফাজ হাফেজ কারী বজলুল হক হাফেজ ড. ওয়ালীউর রহমান, শাইখুল হাদীস হাফেজ মাওলানা হাসান ফারুক, মুফতী মাহবুবুর রহমান জিয়া, হাফেজ কারী হেদায়েতুল্লাহ, হাফেজ মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী ও মাওলানা বশির আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা বশীর আহমাদ।
Be the first to comment on "হিফজুলুম কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ"