স্টাফ রিপোর্টার: চন্দ্ৰছাপ সাহিত্য পদক (২০২৩) পেয়েছেন কবি যাকির সাইদ। আগামী শুক্রবার (১০ নবেম্বর) রাজধানী ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান কার্যালয়ে সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে। যাকির সাইদ মুন্সীগঞ্জের দৈনিক সভ্যতার আলোর সাহিত্য পাতা সাহিত্যের আলোর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আর আগে তিনি সাহিত্য দিগন্ত লেখক, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন।করে। তার বেশকটি বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়। এছাড়াও দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশ হচ্ছে। তার রচিত বেশকটি গান শ্রোতা নন্দিত হয়েছে।
Be the first to comment on "চন্দ্ৰছাপ সাহিত্য পদক পাচ্ছেন যাকির সাইদ"