স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বন্ধন যুব সাহিত্য পুরস্কার (২০২৩) পাচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব আলম জয়। যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভুক্ত সংগঠন চৌগাড়ারপাড় বন্ধন যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ সাহিত্য পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়।
বৃহস্পতিবার বিকালে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসান মিন্টু এ তথ্য জানিয়ে বলেন, লেখালেখিতে বিশেষ অবদান রাখায় আমরা তাকে এ সংবর্ধনা প্রদান করছি। আমাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মাহবুব আলম জয় রচিত হে নবী তোমাকে ভালবাসি, মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা, মুন্সীগঞ্জের কৃতিমানদের কীর্তিগাঁথা ও মুন্সীগঞ্জ আমার হৃদয়ের রং ও সম্পাদিত গ্রন্থসহ ১০টি গ্রন্থ প্রকাশ হয়েছে। এছাড়া পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি যুব বাংলাদেশের সভাপতি ও মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৬ বছর যাবৎ সম্পাদনা করছে সাহিত্য কাগজ আলোর প্রতিভা।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন মাহবুব আলম জয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বন্ধন যুব সাহিত্য পুরস্কার পাচ্ছে মাহবুব আলম জয়"