শিরোনাম

নেপালে প্রদর্শনীতে যাচ্ছে মুন্সীগঞ্জের নাট্য সংগঠন হিরণ কিরণ থিয়েটার

স্টাফ রিপোর্টার:আগামী ৮ নভেম্বর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হতে যাচ্ছে 3rd LaLa BaLa Kathmandu International Theatre Festival 2023. বাংলাদেশের একমাত্র দল হিসেবে সেখানে অংশ নিতে যাচ্ছে মুন্সীগঞ্জের জনপ্রিয় নাট্যদল হিরণ কিরণ থিয়েটার।

নাট্যকার নির্দেশক ও অভিনেতা জাহাঙ্গীর আলম ঢালীর নেতৃত্বে আগামী ৭ নভেম্বর দেশ ছাড়বে হিরণ কিরণ থিয়েটারের ৬ সদস্যদের দল।

এই দলে রয়েছে, অভিনয় শিল্পী তুষার রায়, মোহাম্মদ শামীম শেখ, অনিক সাহা, ঐশী ও অখিল।

এ নাট্যোৎসবে হিরণ কিরণ থিয়েটার মঞ্চস্থ করবে মাইমো ড্রামা A Watchman নাটকটি। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছে  জাহাঙ্গীর আলম ঢালী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নাট্যোৎসবটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে দলের সদস্যরা বর্তমানে মহড়ায় কঠোর পরিশ্রম করছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে হিরণ কিরণ থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী জানান, নিয়মিত দেশ ও দেশের বাইরে নাটক মঞ্চায়ন এর মাধ্যমে মুন্সীগঞ্জ তথা বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরছে। ইতিমধ্যে গত দুই মাসে হিরণ কিরণ থিয়েটার পঞ্চগড়, চাঁদপুর ও ঢাকায় ৪টি নাটক মঞ্চায়ন করে এবং ভারত থেকে দুটি নাটকের দলকে মুন্সীগঞ্জে এনে নাটক মঞ্চায়নের সুযোগ করে দেয়। এতে করে দুই বাংলার সংস্কৃতি আদান প্রদান হয়৷ সেই ধারাবাহিকতায় হিরণ কিরণ থিয়েটার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত নাটক A Watchman নিয়ে নেপাল কাঠমান্ডুতে যাচ্ছে।

Be the first to comment on "নেপালে প্রদর্শনীতে যাচ্ছে মুন্সীগঞ্জের নাট্য সংগঠন হিরণ কিরণ থিয়েটার"

Leave a comment

Your email address will not be published.


*