স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বাজারে তালুকদার প্লাজার তৃতীয় তলায় সোমবার বিকালে ক্যান্ডেল পার্ক নামে একটি নান্দনিক রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। রেস্টুরেন্টটির নৈপুণ্য ও সাজ সজ্জা মন কাড়বে সকলের। এসময় উদ্বোধনীতে দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মেহেদি হাসান রিফাতের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা আ.লীগ নেতা মানিক মিয়া বাচ্চু মাঝি, সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, তালুকদার প্লাজার স্বত্ত্বাধিকারী মালেক তালুকদার সহ অন্যরা।
ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মেহেদি হাসান রিফাত বলেন, মানসম্মত উন্নত খাবার ও ভাল সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পরিবার পরিজন নিয়ে এখানে আসলে সকলের ভাল লাগবে বলে আমি আশা করছি।এখানে ৭০ জনের ধারণ ক্ষমতা আছে।সব অনুষ্ঠানে বুকিং দেয়া যাবে।
এমএজে/ আলোকিত মুন্সীগঞ্জ
Be the first to comment on "টঙ্গীবাড়িতে ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্টের উদ্বোধন"