স্টাফ রিপোর্টার: জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” (২০২৩) এ মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে পঞ্চসার ইউনিয়ন পরিষদ। রবিবার বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন পঞ্চসার ইউপি সচিব রুহুল আমিন সবুজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. জাকির হোসেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মুহা. যুবায়ের ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান প্রমুখ।
উল্লেখ্য এর আগে ২০২৩ সালে জাতীয় পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পুরস্কার অর্জন করে পঞ্চসার ইউনিয়ন পরিষদ।

মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন হয়েছে পঞ্চসার।
Be the first to comment on "মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেলো পঞ্চসার"