শিরোনাম

অষ্ট্রিয়ায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির পিঠা উৎসব

মাহবুব আলম জয়:  অষ্ট্রিয়ায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির উদ্যোগে পিঠা উৎসব হয়েছে। দেশীয় জাতিসত্তার সংস্কৃতি ছড়িয়ে দিতে রবিবার দিনব্যাপি এই আয়োজন করা হয়। এ যেন প্রবাসে মুন্সীগঞ্জ বিক্রমপুর বাসীর এক মিলন মেলা

এতে  সংগঠনটির সভাপতি  নয়নের হোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীপ সরকারের পরিচালনায় মনমুগ্ধকর পিঠা উৎসব অনু্ষ্ঠিত হয়। এতে বিক্রমপুর সমিতির ভাবীরা হরেক রকমের পিঠা তৈরি করে আনেন। দুপুরের রান্নার দায়িত্বে ছিলেন তোফাজ্জল হোসেন। মনমাতানো গান গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন ভিয়েনায় বসবাসরত বিশিষ্ট শিল্পী মিসেস সুমি ও কামাল হোসেন। এতে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এ সাধারণ সম্পাদকগন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অষ্ট্রিয়ায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির পিঠা উৎসবে মিলন মেলা বসে।

Be the first to comment on "অষ্ট্রিয়ায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির পিঠা উৎসব"

Leave a comment

Your email address will not be published.


*