স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- (২০২৩) এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। রবিবার মুন্সীগঞ্জ শিশু একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর নির্বাহী অফিসার অফিফা খান।
এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসির সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সম্মালিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর ডিম রহমান সহ অন্যরা। আলোচনা শেষে শিশুদের মাঝে সংগীত, নৃত্য, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ী ২২ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। # আলোকিত মুন্সীগঞ্জ
Be the first to comment on "মুন্সীগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী"