শিরোনাম

মুন্সীগঞ্জে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

নিজস্ব প্রতিবেদক  : স্বল্প পরিসরে স্ববিস্তার খবর প্রকাশের ধারা তৈরি করেছে দৈনিক আমাদের সময়।বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে পত্রিকাটি।বুধবার দৈনিক আমাদের সময়ের ১৯ বছর পূর্তি  উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ  আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি নাদিম হোসাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা, ভবতোষ চৌধুরী নুপুর, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনউদ্দীন সুমন, সাবেক দপ্তর সম্পাদক হাসান জুয়েল, সময়ের আলোর প্রতিনিধি জুয়েল রানা, প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেন,  সাংবাদিক আহসান হাবিব চঞ্চল, আহসান হাবিব চ্যানেল ২৪ টেলিভিশনের প্রতিনিধি শুভ ঘোষ,  যমুনা টেলিভিশন প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, বাংলাট্রিবিউনের প্রতিনিধি সুমিত সরকার সুমন, রজত রেখার সিনিয়র রিপোর্টার নাজির হোসেন, সভ্যতার আলো ফটো সাংবাদিক সাগর হোসেন, ফটো সাংবাদিক আমির হোসেন, মোহাম্মদ হৃদয়, সৌরভ সরকার প্রমুখ।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন"

Leave a comment

Your email address will not be published.


*