স্টাফ রিপোর্টার: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ। এ অর্জন করায় মুন্সীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফিফা খান পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ইউপি সচিব মো. রুহুল আমিন সবুজ সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
পঞ্চসার ইউপি সচিব মো. রুহুল ইমিন সবুজ জানান, আগামী ০৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস (২০২৩) উপলক্ষে রমনা হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনে সম্মাননা প্রদান করা হবে। আমরা একটি ক্যাটাগরীতে পুরস্কার পেয়েছি। এ অর্জনে চেয়ারম্যান মহোদয় সহ পুরো পরিষদকে ধন্যবাদ জানাই।
পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে পঞ্চসার ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন বাসীর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পঞ্চসার ইউপি।
Be the first to comment on "জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পঞ্চসার ইউপি"