আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এতে। উপজেলা নির্বাহী অফিসার আফিফা খানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা খানম সহ অন্যরা।
খেলায় পানাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০গোলে রিকাবি বাজার ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং চরকেওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা"