শিরোনাম

জয় বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেয়েছে আশরাফুল বেপারী

আলোকিত মুন্সীগঞ্জ ডেস্ক:  জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা  চারবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এতে  বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের আশরাফুল বেপারীকে রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য জয় বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড (২০২৩) প্রদান করা হয়।

সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দিন খাঁন আলমগীর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।এতে  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন দেওয়ান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান শহিদুল হক মোল্লা সি আই পি,বিশেষ আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সন্তান এম.মিজান সরদার,  মদনপুর পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,  রাজশাহী  মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়।

 

 

 

Be the first to comment on "জয় বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেয়েছে আশরাফুল বেপারী"

Leave a comment

Your email address will not be published.


*