স্টাফ রিপোর্টার: সিরাজদিখান উপজেলার অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর)দিনব্যাপী সন্তোষপাড়া ইউএনও পার্কে কেক কাটা,আলোচনা সভা, র্যালী, স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মিলন মেলার মধ্য দিয়ে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। ‘এসো মিলি রক্তের বাঁধনে’, এই স্লোগানকে ধারণ করেই বিক্রমপুর রক্তদান সংস্থা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এটি শুধু রক্ত দানই নয়, বরং জনসচেতনতা সৃষ্টি তাদের মূল লক্ষ্য। একদল তরুণ তরুণীর সমন্বয়ে গঠিত সংস্থাটি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলো চালিয়ে আসছে।
বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কে এম সবুজ আহম্মেদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মাহমুদ এবং কেয়া চাকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আাহম্মেদ। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, হুমায়ুন কবির সাগর, সাধন দাস, ডা. দেবব্রত ঘোষ সমীর, অ্যাডভোকেট আবু সাঈদ, সুখন চৌধুরী, গোলাম মাওলা, শুভঙ্কর কুন্ড,মাহবুব আলম জয়,সাংবাদিক আমির হোসেন ঢালী, মো. মনির হোসেন ও অনিক শেখ প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজদিখান উপজেরা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। এ সময় বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে ৪৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক দেয়া হয়। এসময় রক্তদাতাদের ২০২৩ সালের সম্মাননা স্মারক দেয়া হয়।

বিক্রমপুর রক্তদান সংস্থার বর্ষপূতিতে সবুজ কুঁড়ি
যুব বাংলাদেশ সবুজ সম্প্রদান শুভেচ্ছা জানান। – আলোকিত মুন্সীগঞ্জ।
Be the first to comment on "সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন"