মো. নাজির হোসেন:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের প্রিয় নবী (স:) এর জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে মুন্সীগঞ্জে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ‘দাওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা প্রাঙ্গণ হতে একটি রেলি বের হয়।
রেলিটি মুন্সীগঞ্জ পশ্চিম দেওভোগ মাদরাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে পুরাতন কাচারি হয়ে সুপার মার্কেট অতিক্রম করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াত ইসলামী বাংলাদেশ মুশাওয়াত সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মোজাদ্দেদী আত্তারী।
এতে সদর থানার সভাপতি মোহাম্মদ রাফি আক্তারির সভাপতিত্বে রেলিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল মাদিনা পশ্চিম দেওভোগ নাজিম মুহাম্মদ মনোয়ার মাদানী আত্তারী। আরও উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আহমদ আল কাদেরী, মাওলানা ফয়সাল মাদানী আক্তারী প্রমুখ। এছাড়াও কয়েক হাজার আশেকান রেলিতে উপস্থিত ছিলেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) পালিত"