শিরোনাম

ভালুকায় এপেক্স ক্লাবের স্কুল প্রোগাম ও ডিনার মিটিং

 

স্টাফ রিপোর্টার:  আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ  ডিস্ট্রিক্ট-১ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব ভালুকার স্কুলিং প্রোগ্রাম ও ৫০ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। এপেক্স ক্লাব অব ভালুকার আয়োজনে   এ্যাপোলো ইন্সটিটিউটে বৃহস্পতিবার সকাল ১১ টায় এতে জেলা -১ এর গভর্নর এপে মো: সাইফুর রহমানের সভাপতিত্বে  এবং এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. প্রফেসর মাহমুদুল হক সাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন লাইফ গভর্নর এপে. মোশাররফ হোসেন মিশু, এপে ডা: মুজিবুর রহমান, nycd এপে কবির আহমেদ, Nyrd এপে. মনিরুল ইসলাম এবং বিভিন্ন এপেক্সিশানবৃন্দ।

 

 

Be the first to comment on "ভালুকায় এপেক্স ক্লাবের স্কুল প্রোগাম ও ডিনার মিটিং"

Leave a comment

Your email address will not be published.


*