শিরোনাম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গজারিয়ায় নানান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায়, ধর্মীয়  ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয় মুসলিম বিশ্বে।   বৃহস্পতিবার বিশ্ব মুসলিমের সাথে বাংলাদেশেও  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।  এদিকে গজারিয়া  উপজেলার টেঙ্গারচর ইউনিয়ন,  হোসেন্দী ইউনিয়নের নবী প্রেমিক বিভিন্ন  ইসলামী  অঙ্গ সংগঠনের নেতৃত্বে র ্যালী, আলোচনা সভা, মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ১৪০০ বছর আগে ৫৭০ হিজরীতে এই দিনে (১২ রবিউল আউয়াল) বিশ্বনবী হজরত মুহাম্মদ (সঃ) মা আমেনার কোলে মক্কা নগরীর শ্রেষ্ঠ  কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ৬১০ হিজরিতে ৪০ বছর বয়সে নবুওয়ত লাভ করেন। দুনিয়া নাজিল হওয়া শ্রেষ্ঠ আসমানী কিতাব  আল কোরআন নাজিল হয় দুয়াতে জন্ম নেয়া রহমাতুল্লিল আলামীন হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর।

আবার ৬৩ বছর বয়সে একই দিনে নবী হযরত মোহাম্মদ (সাঃ) দুনিয়ার মায়া ছেরে পরকালে গমন করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সিগঞ্জ ও গজারিয়া উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জানা যায় জেলা, উপজেলার পাড়া মহল্লা ভিত্তিক কোরআন খতম, মিলাদ দোয়া ও তাবরক বিতরণের আয়োজন করেছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

এদিকে রাজধানী ঢাকা সহ দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে প্রস্তুতি নিয়েছে নবী প্রেমিক মুসলিমগণ। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, সহ বিভিন্ন অনুষ্ঠান করা কথা রয়েছে। এছাড়াও ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, মাসব্যাপী ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

 

 

 

Be the first to comment on "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গজারিয়ায় নানান কর্মসূচি"

Leave a comment

Your email address will not be published.


*