নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার, মুন্সীগঞ্জ পৌরসভায় মুন্সীরহাটস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুন্সীরহাট এজেন্ট ব্যাংক আউটলেট এর উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ‘ব্যাংকিং সবার জন্য ও আর্থিক সাক্ষরতা বিষয়ক’ গ্রাহক ও সুধী সমাবেশ মুফতি মোহাম্মদ নাইমুর রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুন্সীরহাট এজেন্ট ও মিনা বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে ও ইনচার্জ মোঃ আতিকুর রহমান (আরিফ) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ভাইস প্রেসিডেন্ট ও মুন্সীগঞ্জ শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ শাখার এসিস্ট্যান্ট অফিসার মো: দেলোয়ার হোসেন, সানরাইজ স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন, এড. জানে আলম প্রিন্স, মুন্সীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রবি মেম্বার। আউটলেটের ক্যাশ অফিসার মোঃ খালেক প্রামানিক, অফিসার আব্দুল কাসেম, মোঃ রোমান, খন্দকার মেহেদী হাসান, সানজানা আক্তার ও অফিসার ফারজানা আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত গ্রাহক ও সুধী সমাবেশে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীবৃন্দ, ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারীর মাঝে পুরষ্কার দেন অতিথিবৃন্দ ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আর্থিক সাক্ষরতা বিষয়ক গ্রাহক ও সুধী সমাবেশ"