স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর মুন্সীগঞ্জ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়,সদর ,মুন্সীগঞ্জ এর সহকারী শিক্ষক সাজ্জাত হোসেন। গত ১৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ ডিসি অফিসের কার্যালয়ে মুন্সিগঞ্জের ৬ উপজেলা থেকে আগত সহকারী শিক্ষকদের নিয়ে এই বাছাই পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই পরীক্ষার মাধ্যমে আজকে ফলাফল প্রকাশ করা হলে সহকারি শিক্ষক সাজ্জাত হোসেনকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ,প্রাথমিক শিক্ষার উপর পত্রিকায় লেখালেখি, ইনোভেশন ইত্যাদি প্রাথমিক শিক্ষা সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করার জন্য তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। আগামীতে বিভাগীয় পর্যায়ে তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
তিনি সবার কাছে দোয়া কামনা করছেন। সাজ্জাত হোসেন ২০ শে নভেম্বর ২০১৩ খ্রিস্টাব্দে সহকারী শিক্ষক হিসেবে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম যোগদান করেন। তিনি দক্ষিণ কোর্টগাও এর স্থায়ী বাসিন্দা।
মাহবুব আলম জয়/ আলোকিত মুন্সীগঞ্জ
Be the first to comment on "জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সাজ্জাত হোসেন"