নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন অনুুুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো. বনি আমিন প্রমুখ। সভায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়।
Be the first to comment on "ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন"