স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোর ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থা তাহসিন মিয়াজি নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত তাহসিন(২৪) উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন মিয়াজির একমাত্র ছেলে। সে ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজে খন্ডকালিন শিক্ষকতা করতেন। অটো মিশুকের ধাক্কায় তাহসিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রশিক্ষণ হীন ও অপ্রাপ্ত বয়সে ব্যাটারি চালিত আটোরিক্সা, মিশুক চালকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয়রা।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত শনিবার সন্ধ্যায় ভবেরচর টুরসুলপুর রাস্থার কালীতলা অংশে বন্ধুদের সাথে রাস্তা পাশ দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিলো, রসুলপুরগামী দ্রুত গতিতে আসা একটি আটো মিশুক তাহসিকে পিছন থেকে ধাক্কা দিলে তাছিন রাস্তার পাসে পরে যায় তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। সে রাজধানী ঢাকার মনোয়ার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যু বরন করেন।
সোমবার বাদ আছর চরপাথালিয়া গ্রামে জানাজা শেষে ভবেরচর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তাহসিনের অকাল মৃত্যুতে ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী মামুনুর, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সাহিদ মোঃ লিটন গভীর শোক জানান।
Be the first to comment on "গজারিয়ায় অটো মিশুকের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু"