স্টাফ রিপোর্টার: সিরাজদিখান থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মুজাহিদুল ইসলামের সাথে বিক্রমপুর রক্তদান সংস্থার মতবিনিময় হয়েছে।।শনিবার দুপুর ১০ টায় ওসির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কেএম সবুজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান কোষাধক্ষ ইয়ামিন আয়মান ধর্ম বিষয়ক সম্পাদক মঈন তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক কেয়া চাকলাদার, হেড অফ আইটি এন্ড মিডিয়া সাজিদ হাসান মারুফ কার্যকরী সদস্য ইকরামুল, নাজমুল, ফয়সাল, রাকাত,ঐশী চাকলাদার,কে.বি কলেজের আহ্বায়ক ফাহিম হাওলাদার যুগ্ম আহবায়ক সাকিব সদস্য সিয়াম,রানা,বৃষ্টি শোরুমি তুষারিকা, মাহি সহ অন্যরা।এসময় সংগঠনের পক্ষ থেকে ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বিক্রমপুর রক্তদান সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে দিরাজদিখান থেকে মাদককে নির্মূল করতে ও বেদে পল্লীর মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদানে কাজ করার আহ্বান জানান।
Be the first to comment on "সিরাজদিখানে ওসির সাথে বিক্রমপুর রক্তদান সংস্থার মতবিনিময়"