স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ির আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজারে সেবার ফেরিওয়ালা সংগঠনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অনিক শেখের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল হালদার, মঞ্জু শেখ ফারুক, উজ্জ্বল হালদার, শেখ শরিফ, মোঃ মনির হোসেন, মেহেরামিন রাসেল, মোঃ মাহফুজুর রহমান সুজন, পরশ রুমি, মোঃ হৃদয় বেপাড়ি, মোজাম্মেল হোসেন জিহান, মোঃ রিহন, মাসুদ মুন্সি, নিবির শেখ, মোঃ সেলিম শেখ, মোঃ সিয়াম, অপু প্রমুখ।
অনিক শেখ বলেন, আমরা সংগঠন হতে জরুরী রক্তের যোগান, মহামারির সময় জরুরী ঔষধ ফ্রি ডেলিভারি, সড়ক পথে সরকারি নির্দেশনায় নিরাপত্তা সেবা,খাদ্য বিতরণ, উপজেলা ব্যপি জরুরী ফ্রি অক্সিজেন সেবা, বৃক্ষরোপন, শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, পিএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা দিয়ে যাচ্ছি। আমাদের বড় পরিকল্পনা আমরা আগামিতে ফ্রি এ্যাম্বুল্যান্স সার্ভিস দেয়া নিয়ে কাজ করে যাচ্ছি। এতে সকলের সহযোগীতা কামনা করি।
Be the first to comment on "টঙ্গিবাড়িতে সেবার ফেরিওয়ালা’র রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি"