শিরোনাম

সিরাজদিখানে সবুজ কুঁড়ি বাংলাদেশের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের  সিরাজদিখানে

পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের কমিটি গঠণ করা হয়েছে।এতে  সভাপতি পদে কেএম সবুজ আহমেদ ও   সাধারণ সম্পাদক পদে শুভঙ্কর কুন্ডকে  শুক্রবার বিকালে (২১ জুলাই ‘২৩)  সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সভাপতি মাহবুব আলম জয় ও সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম উজ্জ্বল দুই বছর মেয়াদি এ  কমিটি ঘোষণা দেন।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।  সবুজ  বনায়ন ও এর অগ্রতি বৃদ্ধির লক্ষ্যে  সবুজ কুঁড়ি বাংলাদেশ ভূমিকা রেখে যাচ্ছে। সিরাজদিখান উপজেলা নতুন এ কমিটি  সবুজায়নে অনন্য ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সবুজ কুঁড়ি টিম।

 

 

Be the first to comment on "সিরাজদিখানে সবুজ কুঁড়ি বাংলাদেশের নতুন কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*