নিজস্ব প্রতিনিধি,আলোকিত মুন্সীগঞ্জ : সুইডেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রপন্থিদের দ্বারা পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। তৌহিদী জনতা ও ইত্তেফাকুল উলামার উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজ শেষে মুন্সীগঞ্জ শহরের কাচারী হতে বিক্ষোভ মিছিল বের হয়ে সুপার মার্কেট হয়ে শহর প্রদক্ষিণ করে শেষ হয়।
এতে মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুফতি সাদেক আমিন, মুফতি মিনহাজুদ্দিন সরদার,মুফতি সানাউল্লাহ কাসেমি,মাওলানা আজগর হুসাইন ও মুহাম্মাদুল্লাহ নাজিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা আল কোরআনের অবমাননা করে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। বারবার কেন এমন ঘটনা ঘটছে, এর কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।
Be the first to comment on "সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ"