মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বদলীজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:   মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির  জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলীকে  বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।  মঙ্গলবার  বিকাল ৫ টায় টায় সিপাহীপাড়ারস্থ  পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।  এতে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মো: আমির হোসেন তালুকদার,  পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. শামীম, ডিজিএম

প্রকৌশলী মো: হারুনুর রশিদ, মুন্সীগঞ্জ সদর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ এনামুল হক, ডিজিএম  প্রকৌশল্রি নিশিথ কুমার কর্মকার, ডিজিএম খোন্দকার মাহমুদুল হাসান,ডিজিএম   মো: সিদ্দিকুর রহমান ও ডিজিএম মদন গোপাল সাহা সহ পবিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ।

। এ সময় আলোচনায় বক্তারা  জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলীর   চাকুরীতে কর্মময় জীবনের আদর্শ  তুলে ধরেন।

 

 

মাহবুব আলম জয়/ আলোকিত মুন্সীগঞ্জ

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বদলীজনিত বিদায় সংবর্ধনা"

Leave a comment

Your email address will not be published.


*