শিরোনাম

মিরকাদিমে কুরবানীর বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

 

স্টাফ রিপোর্টার: মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকায় তিনদিন ব্যাপি কুরবানী বর্জ্য ও পঁচা রক্তে জীবাণু নাশক ছিটানোর কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। রবিবার এ কর্মসূচির সমাপ্তি হয়।

মানব উন্নয়ন সমাজকল্যাণ যুব পরিষদ সংগঠনের ব্যানারে ব্যতিক্রম এ উদ্যোগ নেন সংগঠক কামরুল ইসলাম জাহাঙ্গীর । জানা যায়, ১৯৯৮ সালের বন্যায় পানি নামার পরে ড্রেনের আবর্জনায় রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার হাত থেকে এলাকাবাসীকে রক্ষায় ব্লিচিং পাউডার ছিটিয়ে  এবং একই বছর কোরবানি ঈদে বর্জ্য ও পঁচা রক্তের দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে এলাকায় ঐ কর্মযজ্ঞ শুরু করেন জাহাঙ্গীর।  মিরকাদিমের ৩নং ওয়ার্ডে ব্লিচিং ছিটানোর কাজ নিয়মিত করার পর আরও কয়েকটি ওয়ার্ড যুক্ত করা হয় । ২০১১ সাল থেকে সারা পৌর সভায় ৫২টি ড্রাম ব্লিচিং পাউডার ছিটিয়ে শুরু করা হয় পরিচ্ছন্নতা অভিযান ।  এরপর থেকে কুরবানী ঈদে  এ কর্মসূচি করে যাচ্ছে।

Be the first to comment on "মিরকাদিমে কুরবানীর বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান"

Leave a comment

Your email address will not be published.


*