মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুর পরে দুই কিশার নিহত এবং কিশোর আহত হয়েছে।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম জানান, পুরা এলাকা থেকে দিঘিরপাড় যাওয়ার পথে শুক্রবার রাত ১০ টার দিকে উক্ত স্থানে দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। পরে ছিটকে পাশের পুরে যায়।
চালক ও দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
চালক জিসান রাজা (১৭) ও তার পেছনে বসা আপন মালতকে (১৬) চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে একদম পেছন বসা রুবেল মালৎ (১৬) গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, মোটরসাইকেলটি অনেক বেশি গতিতে চলছিল। বাইক ও হতাহতের দেখেই তা স্পষ্ট।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বাইক দুর্ঘনায় নিহত ২"