স্টাফ রিপোর্টার: রামপালে ঐতিহাসিক স্কুল ঈদগাহ মাঠে ঈদুল আযহান জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায়। এতে ১২ সমাজের প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ অংশ নিতে পারবেন। ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাহ কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী ও কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য আলী আজগর বেপারী।
ঈদগাহ কমিটির সদস্য জামান হাওলাদার বলেন, তেরপার দিয়ে পুরো ঈদগাহ ঢেকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য’ রামপাল ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় জামাত এটি।
Be the first to comment on "রামপালে স্কুল ঈদগাহ মাঠে ঈদ জামাত সকাল সাড়ে ৭ টায়"