স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের কালেক্টরেট ঈদ গাঁ ময়দানে। সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত হবে শহরের টেনিস কমপ্লেক্স মাঠে এবং শহরের বড় মসজিদ তথা কেন্দ্রিয় জামে মসজিদে।
মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব ঈদ জামাতে এই সময় সূচি তথ্য জানান।
। এছাড়াও জেলার গজারিয়া, টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় ঈদের প্রধান জামাত সকাল স ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এবারের ঈদের বৃষ্টির আশঙ্কায় বিভিন্ন ঈদ গাঁ তেরপাল দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শীলু রায় জানান, ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রশাসন সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জের ঈদ জামাতের সময় সূচি"