শিরোনাম

এলআরএফের যুগ্ম সম্পাদক হলেন মুন্সীগঞ্জের আরাফাত মুন্না

 

স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এতে দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী গ্রামের কৃতি সন্তান আরাফাত মুন্না।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এ নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম ২০২৩-২৪ মেয়াদের জন্য নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মিজান মালিক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সংগঠনের ৯৮ জন ভোটারের মধ্যে ৯৩ জন তাদের ভোটাধিকা প্রয়োগ করেন।

১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী নির্বাচিত হয়েছেন।

এছাড়া চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এসএম শাকিল আহমেদ এবং সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

এর আগে সকালে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার সঞ্চালনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাইদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

Be the first to comment on "এলআরএফের যুগ্ম সম্পাদক হলেন মুন্সীগঞ্জের আরাফাত মুন্না"

Leave a comment

Your email address will not be published.


*